নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীরা বিক্ষোভ করে পালাতে চেস্টা করেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
জেল খানার পাশ্ববর্তী একটি ভবনের বাসিন্দা মারুফ আহমেদ বলেন , দুপুর ২টার দিকে কারাগারের একটি ভবন থেকে ইট ছুঁড়ে মারতে দেখা যায়। মুহুর্তেই গুলি শব্দ শোনা যায়। ত্রিশ মিনিট মতো গুলির শব্দ শোনা গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। ‘
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কারারক্ষী জানান, কারাগারের ভেতরের সাঙ্গু ভবনের দেয়াল কুঁচিয়ে ইট বের করে নেয় কিছু কয়েদি। এসব ইট গুড়ি করে কারারক্ষীদের দিকে ছুঁড়তে থাকে তারা। এই ভবনে প্রায় ৯০০ কয়েদি রয়েছে। পরে সবকটি ভবনে থাকা কয়েদিরা বিদ্রোহ ঘোষণা করে পালিয়ে যাবার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা কতৃপক্ষ সেনাবাহিনীর সহযোগিতা চাইলে তাৎক্ষণিক সেনাবাহিনীর সদস্যরা কারাগারে প্রবেশ করে চেষ্টা করে,পরিস্থিতি নিযন্ত্রণে আনতে সক্ষম হন । ‘
অন্য একটি সুত্র জানায় কারারক্ষীরা এ সময় ত্রিশ রাউন্ড গুলি ছুঁড়েন। পরে সব কয়েদিদের মারধর করে স্ব স্ব ভবনের রুমে প্রবেশ করাতে সক্ষম হন তারা। সাঙ্গু ভবনের দেয়াল ও অনেক ভবনের রুমের লোহার গেইট ভাঙতে চেষ্টা করেছিলো কয়েদিরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লোহার গেইট। সেনা ও জেলা কারাগার কতৃপক্ষের ৩০ মিনিটের চেষ্টায় পরে শান্ত হয়েছে জেলা কারাগারের পরিবেশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন বলেন, ‘ আসামিরা পালাতে বিদ্রোহ করছে, কেউ পালাতে পারেনি। বাহির কেউ ভেতরে প্রবেশ করেনি। সেনাবাহিনীর টিম আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। ‘