খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় বক্তারা নিয়মিত পাঠদানে পুলিশ লাইন্স হাই স্কুল অনন্যা ভূমিকা রাখছে উল্লেখ করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি স্কুলের জন্য একাডেমিক ভবন সম্প্রসারণ কাজে সহযোগিতার আশ্বাস দেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার ও স্কুলের নির্বাহী কমিটির সভাপতি মুক্তা ধর-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা উপস্থিত ছিলেন।
পরে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অংশ করেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
এই বাংলা/এমপি