Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নাসিরনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর...
Homeদুর্ঘটনানাসিরনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত

নাসিরনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় প্রেস ক্লাবের কাজ শেষে জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তারা বাড়িতে পাঠানো হয়েছে।

আহতরা হলেন দৈনিক বাংলাবাজার ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি চন্দন কুমার দেব এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আশিকুর রহমান পনি, আব্দুল কাদের সেন্টু এবং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকও হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, আহতদের অবস্থা এখন স্থিতিশীল।

এই বাংলা/এমএস

টপিক