33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    চট্টগ্রামে বিএসএমসিটিজি সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন সম্পন্ন

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রাম শাখার উদ্যেগে নগরীতে শেষ হয়েছে দুইদিনব্যাপী আঞ্চলিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন। ১৭ ও ১৮ মে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে ‘BSMCTGSUMMIT 2023’ শীর্ষক এই আয়োজনে দেশের নামকরা ও প্রথিতযশা চিকিৎসক ও স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্টজনেরা অংশ নেন।

    সম্মেলনে স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষনার্থী ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন ছাড়াও ছিলো কেইস ও প্রবন্ধ উপস্থাপন সেশন।
    ১৭ ই মে রাতে মেডিসিন সোসাইটির সদস্য এবং আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর প্রেসিডেন্ট ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোঃ টিটু মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবির, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক এম এ সাত্তার, বিএমএ (চট্টগ্রাম)-এর সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, বিএমএ (চট্টগ্রাম)-এর মহাসচিব ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রাম শাখার মহাসচিব ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন-চট্টগ্রাম শাখার সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক অশোক কুমার দত্ত, বিদায়ী মহাসচিব অধ্যাপক অনুপম বড়ুয়া প্রমুখ। সম্মেলন কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আমির হোসেন।

    উদ্বোধনী আসরের আগে সম্মেলনের অংশ হিসেবে ১৭ই মে দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষনার্থী ও পরীক্ষার্থীরা। ঢাকা থেকে আসা অতিথিদের পাশাপাশি চট্টগ্রামের প্রথিতযশা মেডিসিন শিক্ষকগণ এই প্রশিক্ষণ পরিচালনা করেন।
    সম্মেলনের দ্বিতীয় দিন ১৮ই মে সকালে, গ্র্যান্ড রাউন্ড সেশনে দুটি কেইস উপস্থাপনার মধ্য দিয়ে মূল বৈজ্ঞানিক অধিবেশনের সূচনা হয়। এই সেশনের সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ টিটু মিঞা।

    প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন অধ্যাপক মোঃ রিদয়ানুর রহমান, অধ্যাপক ফয়জুল ইসলাম চৌধুরী, অধ্যাপক একেএম আমিনুল হক, অধ্যাপক এম এ হাসান চৌধুরী, অধ্যাপক এম এ সাত্তার, অধ্যাপক আহমেদুল কবির প্রমুখ।

    পরবর্তীতে, প্লেনারী সেশনে “মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গঠন: সম্ভাবনা ও চ্যালেঞ্জসমুহ” শীর্ষক মূল প্রবন্ধ উত্থাপন করেন অধ্যাপক এম এ ফয়েজ। এরপর বিভিন্ন ধাপে সেপসিস, ম্যালেরিয়া, সর্পদংশন, কীটনাশক বিষক্রিয়াজনিত অসুখের হালনাগাদ চিকিৎসাপদ্ধতি ইত্যাদি নিয়ে মূল্যবান গবেষনাপত্র উপস্থাপন করা হয়। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে সীমিত পরিসরে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞরা।

    এইবাংলা/ তুহিন

    - Advertisement -spot_img

    সবশেষ খবর