Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে মিড-ডে মিলের শুরুতেই নিম্নমানের খাবার: শিক্ষার্থী-শিক্ষকদের ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি শুরুর কয়েক দিনের মধ্যেই খাবারের নিম্নমান, রুটিন অনুযায়ী খাবার সরবরাহ না করা এবং সরবরাহকারীর সমন্বয়হীনতার...
Homeজাতীয়অতিরিক্ত সংস্কার রাষ্ট্রকে দুর্বল করতে পারে: আইন উপদেষ্টা

অতিরিক্ত সংস্কার রাষ্ট্রকে দুর্বল করতে পারে: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশের সব ধরনের পরিবর্তন ও সংস্কার আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার কার্যক্রম ধীরে–সুস্থে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নিতে হবে। অতিরিক্ত বা হঠাৎ সংস্কার রাষ্ট্রের কাঠামো দুর্বল করতে পারে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ সোমবার ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সংস্কার ভাবনা আরও বাস্তবভিত্তিক হওয়া উচিত। আমরা খুব বেশি করতে পারিনি, তবে আশা করি নতুন সরকারও এসব উদ্যোগ ধরে রাখবে। ধারাবাহিকতা না থাকলে সংস্কারের সাফল্য ম্লান হয়ে যাবে।’

সংস্কারের ধারা নিয়ে তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে প্রক্রিয়া এগোতে হয়। অতিরিক্ত সংস্কার করতে গেলে রাষ্ট্রকাঠামো দুর্বল হয়ে যেতে পারে।’

আইন মন্ত্রণালয়ের চলমান সংস্কার কার্যক্রম উল্লেখ করে তিনি জানান, ‘এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্টরা যুক্ত না থাকলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে এসব সংস্কার টিকবে না।’

ঢাকা মহানগর আদালতের জগন্নাথ–সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী ও বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক