Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গাজীপুরে নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টায় ৪ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার আওতাধীন ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকায় নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই চার দুর্ধর্ষ ডাকাতকে...
Homeজাতীয়বকশীগঞ্জে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

বকশীগঞ্জে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

সুমন মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি :

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে  আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস পালিত হয়েছে ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের  হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মহড়া ও প্রদর্শনী উপস্থাপন করেন। এ

সব প্রদর্শনীতে দুর্যোগের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারকাজের প্রস্তুতি বিষয়ক নানা দিক তুলে ধরেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায়  উপস্থিত ছিলেন  সহকারি  কমিশনার ভূমি আসমা -উল- হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  হাবীবুর রহমান সুমন, ফায়ার সার্ভিসের স্টেশন (ভারপ্রাপ্ত) অফিসার আব্দুল কুদ্দুস, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক