24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ঢাকায় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

“বনি আদম ফাউন্ডেশন” এর উদ্যোগে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট মালিবাগ শাখার শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ছিন্নমূল  শীতার্ত মানুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে,  কারোর সহযোগিতা ছাড়াই টিফিনের টাকা জমিয়ে ও এককালীন কিছু চাঁদা তুলে শিক্ষার্থীরা  শীতবস্ত্র ও কম্বল ক্রয় করে। এবং এলাকার আল মদিনা হোটেল, তালতলা মার্কেট ও জোড় পুকুর সহ বিভিন্ন এলাকায় এই এগুলো বিতরণ করে ।

গরিব অসহায় ছিন্নমূল মানবতার প্রতি মানবিক প্রশংসনীয় মহৎ এই কার্যক্রমটি এলাকাবাসী সহ স্কুলের সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মাঝে অত্যন্ত প্রশংসিত হয়েছে।

মালিবাগ ‘বি’ ভবনের সপ্তম ‘ই’ সেকশনের ছাত্র ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী তালহা এবং রাহাত বলেন, আমরা সকল সহপাঠী ও বন্ধুরা মিলে “বনি আদম ফাউন্ডেশন” নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তুলেছি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। খাদ্য, বস্ত্র,  শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মৌলিক অধিকার বঞ্চিত আর্তমানবতার সেবায় তাদের মাঝে মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য।

জানা যায়,  তাদের এই মানবিক কাজের প্রেরণার উৎসাহ প্রদানকারী ওই স্কুলের শিক্ষক ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন ।  তিনি আইডিয়াল ইনস্টিটিউট মালিবাগ শাখার ভিন্নমাত্রা সেরা শিক্ষক সম্মাননা পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আসক” ফাউন্ডেশনের সহকারী পরিচালক। এবং আরও কয়েকটি সামাজিক ও মানবাধিকার সংস্থার সাথে রয়েছেন।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর