নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিন পৃষ্ঠপোষকতা করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুর রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম দীপন, সদস্য আসিকুর রহমান নিশাত, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাসেম মানিক।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।