Site icon দৈনিক এই বাংলা

ঢাকায় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

“বনি আদম ফাউন্ডেশন” এর উদ্যোগে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট মালিবাগ শাখার শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ছিন্নমূল  শীতার্ত মানুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা গেছে,  কারোর সহযোগিতা ছাড়াই টিফিনের টাকা জমিয়ে ও এককালীন কিছু চাঁদা তুলে শিক্ষার্থীরা  শীতবস্ত্র ও কম্বল ক্রয় করে। এবং এলাকার আল মদিনা হোটেল, তালতলা মার্কেট ও জোড় পুকুর সহ বিভিন্ন এলাকায় এই এগুলো বিতরণ করে ।

গরিব অসহায় ছিন্নমূল মানবতার প্রতি মানবিক প্রশংসনীয় মহৎ এই কার্যক্রমটি এলাকাবাসী সহ স্কুলের সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মাঝে অত্যন্ত প্রশংসিত হয়েছে।

মালিবাগ ‘বি’ ভবনের সপ্তম ‘ই’ সেকশনের ছাত্র ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী তালহা এবং রাহাত বলেন, আমরা সকল সহপাঠী ও বন্ধুরা মিলে “বনি আদম ফাউন্ডেশন” নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তুলেছি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। খাদ্য, বস্ত্র,  শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মৌলিক অধিকার বঞ্চিত আর্তমানবতার সেবায় তাদের মাঝে মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য।

জানা যায়,  তাদের এই মানবিক কাজের প্রেরণার উৎসাহ প্রদানকারী ওই স্কুলের শিক্ষক ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন ।  তিনি আইডিয়াল ইনস্টিটিউট মালিবাগ শাখার ভিন্নমাত্রা সেরা শিক্ষক সম্মাননা পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আসক” ফাউন্ডেশনের সহকারী পরিচালক। এবং আরও কয়েকটি সামাজিক ও মানবাধিকার সংস্থার সাথে রয়েছেন।

এই বাংলা/এমপি

Exit mobile version