পাবনা প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ভেটেরিনারি অফিসার ডা. মো. নুরনবী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোর্শেদ হাসান এবং উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুল মান্নান মোল্লা।
শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
