সিংড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগ দলীয় প্রার্থীর কর্মীর বিরুদ্ধে

নাটোরের সিংড়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আবু রায়হান (৪৫)। তিনি ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দলীয় কোন্দলের মধ্যে পড়ে আবু রায়হান। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক হওয়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল চাইনিজ কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার দুই পা গুরুতরভাবে জখম হয়।

আহত আবু রায়হান বলেন, “আনু সাহেবের লোকজন—সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, “ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন আমার সমর্থক এক ত্যাগী বিএনপি নেতাকে কুপিয়েছে। আবু রায়হান গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। যারা হামলা করেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি কিছু জানি না।”

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, “আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি ভেঙে গেছে। বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। তাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here