Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে মিড-ডে মিলের শুরুতেই নিম্নমানের খাবার: শিক্ষার্থী-শিক্ষকদের ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি শুরুর কয়েক দিনের মধ্যেই খাবারের নিম্নমান, রুটিন অনুযায়ী খাবার সরবরাহ না করা এবং সরবরাহকারীর সমন্বয়হীনতার...
Homeজাতীয়রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না- জনগোষ্ঠী রাষ্ট্রকে তৈরী করে: সুলতানা কামাল

রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না- জনগোষ্ঠী রাষ্ট্রকে তৈরী করে: সুলতানা কামাল

নাটোর প্রতিনিধি :


তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, “আমরাই পারি” বাংলাদেশের চেয়ারপার্সন এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, “রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না, বরং জনগোষ্ঠীই রাষ্ট্রকে তৈরী করে।” তিনি আরও বলেন, “কোন জনগোষ্ঠীকে জোর করে অন্য পরিচয় দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র যদি আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে উল্লেখ করে, তা হলে সেটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি অন্যায় ও অবিচার হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) নাটোরের আলাইপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘সমতল আদিবাসী সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, এবং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায় বিচারের দেশ, মানবিক দেশ, যার কোনও ব্যত্যয় ঘটতে পারে না।” সুলতানা কামাল উল্লেখ করেন, “মানবাধিকার অনুসারে, কোনও রাষ্ট্র যদি জনগণের সংখ্যা অনুযায়ী বিচার-বিবেচনা করে, তবে তা মানবাধিকারের চরম লঙ্ঘন হবে।”

এছাড়া, সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান এইড এর কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, ‘আমরাই পারি’ এর প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নীলা হাফিজা, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস এর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুলসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অনিমা কুজুর। সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আদিবাসীদের অধিকার ও সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আদিবাসীদের মর্যাদা ও তাদের অধিকার সুরক্ষিত করতে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জাতীয়ভাবে আদিবাসীদের জন্য আরও কার্যকরী নীতি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এই বাংলা/এমএস

টপিক