ঢাকা প্রতিনিধি :
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজ শুক্রবার বিকেলে ঘটে বিরল ও আতঙ্কজনক এক ঘটনা। ‘ডেইজি’ নামের একটি সিংহী খাঁচা থেকে বেরিয়ে আসে। বিকেল প্রায় পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে সিংহীটি চিড়িয়াখানার ছয় ফুট উঁচু নিরাপত্তা নেটের ভেতরেই ছিল এবং দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম তালুকদার জানান, চেতনানাশক প্রয়োগ করে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সিংহীটিকে নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে ডেইজি অচেতন হয়ে পড়ে এবং বিশেষ ব্যবস্থায় তাকে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু ছিল না। পুরো ঘটনাটি নিয়ন্ত্রিত অবস্থায় সামাল দেওয়া হয়েছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— খাঁচার দরজায় তালা না লাগানোই এর প্রধান কারণ। খাঁচার কোথাও ভাঙা অংশ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে দায়িত্বহীনতার বিষয়টি চিহ্নিত করা হবে বলে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান জানান, সিংহীটি বের হয়ে আসার পর তাকে শান্ত রাখতে প্রথমে গরুর মাংস দেওয়া হয়। এরপর বন্দুকের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হয়। সম্পূর্ণ অচেতন হওয়ার পর তাকে নিরাপদে খাঁচায় আনা হয়।
চিড়িয়াখানায় থাকা সব দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
