Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeজন-দুর্ভোগভূমিকম্পে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, বানারীপাড়ায় সহায়-সম্বলহীন এক পরিবার

ভূমিকম্পে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, বানারীপাড়ায় সহায়-সম্বলহীন এক পরিবার

বরিশাল প্রতিনিধি :

সারাদেশে অনুভূত ভূমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে নদীগর্ভে ধসে পড়েছে একটি পরিবারের বসতঘরসহ কয়েক শতক জমি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের ভূমিকম্পের পরপরই ধানহাটখোলা এলাকার সন্ধ্যা নদীর পাড়ে বড় ধরনের ধস নামলে মুহূর্তেই বিলীন হয়ে যায় আবু বকর ঘরামির বসতঘর।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই নদীর পশ্চিম তীরজুড়ে বড় বড় ফাটল দেখা দেয়। পরে পুরো অংশ ধসে নদীতে পড়ে যায়। বসতঘর ছাড়াও ফলজ গাছপালা এবং ঘরের আশপাশের জমি নদীতে তলিয়ে যাওয়ায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।

বিপর্যয়ের বেদনা জানাতে গিয়ে আবু বকর ঘরামি বলেন, “মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পানিতে ভেসে গেল। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কিভাবে বাঁচব—কিছুই বুঝতে পারছি না। আমরা এখন একেবারে অসহায়।”

এলাকাবাসী বলেন, নদীভাঙন এ অঞ্চলের পুরোনো সমস্যা হলেও ভূমিকম্পের অভিঘাতে হঠাৎ ধস নামায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। এতে আশপাশের মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।

ঘরহারা পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক