বরিশাল প্রতিনিধি :
সারাদেশে অনুভূত ভূমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে নদীগর্ভে ধসে পড়েছে একটি পরিবারের বসতঘরসহ কয়েক শতক জমি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের ভূমিকম্পের পরপরই ধানহাটখোলা এলাকার সন্ধ্যা নদীর পাড়ে বড় ধরনের ধস নামলে মুহূর্তেই বিলীন হয়ে যায় আবু বকর ঘরামির বসতঘর।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই নদীর পশ্চিম তীরজুড়ে বড় বড় ফাটল দেখা দেয়। পরে পুরো অংশ ধসে নদীতে পড়ে যায়। বসতঘর ছাড়াও ফলজ গাছপালা এবং ঘরের আশপাশের জমি নদীতে তলিয়ে যাওয়ায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
বিপর্যয়ের বেদনা জানাতে গিয়ে আবু বকর ঘরামি বলেন, “মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পানিতে ভেসে গেল। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কিভাবে বাঁচব—কিছুই বুঝতে পারছি না। আমরা এখন একেবারে অসহায়।”
এলাকাবাসী বলেন, নদীভাঙন এ অঞ্চলের পুরোনো সমস্যা হলেও ভূমিকম্পের অভিঘাতে হঠাৎ ধস নামায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। এতে আশপাশের মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।
ঘরহারা পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
