33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    বারিতে লিলিয়াম ফুলের উৎপাদন শীর্ষক কর্মশালা

    আরও পড়ুন

    গাজীপুর প্রতিনিধি

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগের আয়োজনে বাংলাদেশে লিলিয়াম ফুল উৎপাদন শীর্ষক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

    এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক মহাপরিচালক (বারি) জনাব মো. ইউসুফ মিঞা, সাবেক মহাপরিচালক (বিডব্লিওএমআরআই) ড. নরেশ চন্দ্র দেব বর্মা, সাবেক মহাপরিচালক (বারি) ড. মো. নাজিরুল ইসলাম, বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুল বিভাগ) ড. ফারজানা নাসরীন খান।

    উক্ত গবেষণা কার্যক্রম সম্পাদিত হয় “এডাপশন, ভ্যালিডেশন, মাল্টিপ্লিকেশন এন্ড মেইনটেনেন্স অব লিলিয়াম জেনোটাইপ ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্প এর আওতায়।

    এই বাংলা/এমপি

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর