Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে মিড-ডে মিলের শুরুতেই নিম্নমানের খাবার: শিক্ষার্থী-শিক্ষকদের ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি শুরুর কয়েক দিনের মধ্যেই খাবারের নিম্নমান, রুটিন অনুযায়ী খাবার সরবরাহ না করা এবং সরবরাহকারীর সমন্বয়হীনতার...
Homeজাতীয়পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি :

সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধ এবং নারীদের অগ্রযাত্রা সুরক্ষিত করার আহ্বান জানিয়ে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।

এছাড়া আরও বক্তব্য দেন পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক ও নারী নেত্রী অর্পনা হালদার।

বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমান সুযোগ প্রদান, আইনগত সুরক্ষা জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

এই বাংলা/এমএস

টপিক