33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    ঝিনাইদহে স্থানীয় সরকার দিবস পালিত

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক 

    “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত হবে সেবার অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে পালন করা হয়েছে স্থানীয় সরকার দিবস ২০২৪।

    স্থানীয় সরকার দিবস ও পরিসংখ্যান দিবস পালনের লক্ষে জেলা প্রশাসনের উদ্যগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যগে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

    এমময় বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১ টায় দিবসটি পালনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব সেলিম রেজা পিএএ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ,মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ,জেলা পরিসংখ্যান অফিসার প্রমুখ।

    বক্তারা ২০৪১ সালের মধ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক স্মার্ট ইকোনোমি স্মার্ট সামাজিক অবকাঠামো গড়ার ক্ষেত্রে এবং দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

    এই বাংলা/এমপি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর