33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    জকিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

    আরও পড়ুন

    আবুল কালাম আজাদ , জকিগঞ্জ:

    প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’ এই প্রতিপাদ্যে সিলেটের জকিগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে খামারে প্রতিপালন করা বিভিন্ন প্রজাতির পশু ও সৌখিন পাখি স্থান পেয়েছে।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি’র আয়োজনে, প্রণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণলায় এর সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই প্রযুক্তির মাধ্যমে তা অবলকন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

    অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। মোঃ সিদ্দিকুর রহমানে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহফুজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমূখ।

    প্রাণিসম্পদ প্রদর্শণী মেলায় ৫০ টি ষ্টলে বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর