খাগড়াছড়ি গুইমারায় মারমা সম্প্রদায়ের উন্নয়ন ও ঐক্যবৃদ্ধি নিয়ে মতবিনিময় সভা

খাগড়াছড়ি গুইমারাতে কার্বারী, শিক্ষক, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ের সমাজ, শিক্ষা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আমতলী পাড়া এবং বিকেলে হাফছড়ি সাইংগুলি পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, জেলা কমিটি মারমা ঐক্য পরিষদের সহ-সভাপতি সুইহ্লা মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, মহালছড়ি শাখা উপদেষ্টা উনুমং মারমা, উপদেমষ্টা কড়া মারমা, অংগ্য মারমা (বুলিমং), মানিকছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ, গুইমারা উপজেলা শাখা মারমা ঐক্য পরিষদ সভাপতি অংগ্য মারমা (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক পাইসাউ মারমা, সাংগঠনিক সম্পাদক চিনিংঅং মারমা, গুইমারা উপজেলা মারমা সংসদ সভাপতি চাইরেপ্রু মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী ম্রাচিং মারমা এবং সাধারণ সম্পাদক মিনুচিং মারমা প্রমুখ।

এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির সভাপতারা, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তার বক্তব্যে বলেন, “খাগড়াছড়িতে মারমা জাতির সার্বিক উন্নয়ন ও শক্তিশালী ঐক্য স্থাপনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী উন্নয়নের লক্ষ্যে প্রতিটি পাড়ায় মারমা মহিলা সমিতি গঠন করা হয়েছে। এই সমিতিগুলো সরকারি দপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।”

সভায় সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নের জন্য একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here