33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে প্রা’ণ দিয়েছেন: আমীর খসরু

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক :::

    জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চোধুরী বলেন, ক্ষমতা দখলের খেলায় বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে প্রা’ণ দিয়েছেন।

    শনিবার (২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির এ আন্দোলন মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বিএনপির আন্দোলন গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন। এ আন্দোলন সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বিএনপির আন্দোলন কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন নয়, এ আন্দোলন গণ মানুষের আন্দোলন।’

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জেল, নির্যাতন, গুম, খুন, হত্যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু সুখের ও স্বস্তির খবর হলো এ ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে বাংলাদেশের মানুষ যাবে না, বিএনপির সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ নির্বাচনে ভোট দিতে যায়নি। দেশের গুটি কয়েক রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছিল। তারা ছাড়া সব রাজনৈতিক শক্তি এক পক্ষে অবস্থান নিয়েছিল।’

    তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে মানুষ নেওয়ার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভয় দেখিয়েছিল। সরকারি কর্মকর্তারা ভয় দেখিয়েছিল। ভিজিএফ কার্ডধারীদের কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল ভোট দেওয়ার জন্য। অনেক পুলিশের কর্মকর্তারা ভয়ভীতি দেখিয়েছিল। কিন্তু এরপরও বাংলাদেশের মানুষ ভোট দিতে যায়নি। এ ভোটে বাংলাদেশের মানুষ খুব চাপে ছিল। কারণ গ্রেপ্তার নির্যাতন হয়েছিল।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ গণভোটে তাদেরকে পরাজিত করেছে। কিন্তু জনগণ এখনো ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে, অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। কোনো পরিবর্তন কিছুই হয়নি। শুধু মাত্র কিছু লোক অবৈধভাবে, অনৈতিকভাবে ক্ষমতা দখল করেছে। যারা ক্ষমতা দখল করে আছে তাদের তাড়াতে হবে।’ এ সময় তিনি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

    চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, এম এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম প্রমুখ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর