Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeখেলা-ধুলাকুলাউড়ায় টি–১৬ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন: স্টেডিয়াম নির্মাণের আশ্বাস সাবেক এমপির

কুলাউড়ায় টি–১৬ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন: স্টেডিয়াম নির্মাণের আশ্বাস সাবেক এমপির

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় রাসেল স্পোর্টিং ফোর্স আয়োজিত ‘প্রাইজমানি এন্ড টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) কর্মধা রাঙিছড়া ৭ নং চা-বাগান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুলাউড়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী বক্তব্যে তিনি কুলাউড়ার ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের উন্নয়নে বড় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে হোক, কুলাউড়ার ক্রীড়া-উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কুলাউড়ায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এটি আগামী দিনের অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোর একটি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, লীগ পরিচালনা কমিটির সদস্য মো. ফজলু, বাবুল রয়, মারজান আহমেদ, তারিকুল, শ্রাবণ, সঞ্জয়সহ অন্যান্য অতিথিরা।

উদ্বোধনের পর প্রথম ম্যাচে মুখোমুখি হয় প্রতাবী ক্রিকেট ক্লাব ও কর্মধা স্পোর্টিং ক্লাব।

এই বাংলা/এমএস

টপিক