নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় দ্রুত পুনরায় চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের প্রধান ফটকের সামনে হাজারো শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন এবং পরে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের বরাবর স্মারকলিপি জমা দেন।
শ্রমিকেরা বলেন, কারখানা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানটি খুলে দিলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তাদের ভাষায়—কারখানা সচল থাকা ছাড়া জীবিকার আর কোনো পথ নেই।
শ্রমিকদের অভিযোগ, কিছু মহল নিজেদের স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে তারা উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পূর্বসূত্রে জানা যায়, ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষ দাবি মেনে নিলেও কিছু শ্রমিক অসন্তুষ্ট থেকে কর্মবিরতিতে গেলে উৎপাদন ব্যাহত হয়। পরিস্থিতি অবনতির পর ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কারখানা চালুর দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
