উত্তরাঞ্চলের সীমান্তে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান জব্দ, উদ্ধার ১৫ পাচারঝুঁকিতে থাকা ব্যক্তি

0
36
উত্তরাঞ্চলের সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


গত এক মাসে রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় ব্যাপক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে পাচারের ঝুঁকিতে থাকা ১২ জন পুরুষ ও ৩ জন নারীকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর রিজিয়নের পক্ষে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, রংপুর রিজিয়নের আওতাধীন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও নীলফামারী—এই আটটি জেলার প্রায় ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিসেম্বর মাসে পরিচালিত অভিযানে ৭০ জনকে আটকসহ আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, ওই সময়ে ৬টি বিদেশি পিস্তল ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যা সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির কার্যকর ভূমিকার প্রতিফলন বলে জানান অধিনায়ক।

এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ১৯৭টি গৃহপালিত পশু (গরু ও মহিষ) উদ্ধার করা হয়েছে। জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে জিরা, মোটরসাইকেল, কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথর।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হচ্ছে টহল, বসানো হচ্ছে বিশেষ চেকপোস্ট এবং পরিচালনা করা হচ্ছে সমন্বিত অভিযান। চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here