33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    ঈদগাহবাজার উচ্চবিদ্যালয়ে মাও. হুছামুদ্দীন এমপিকে গণসংবর্ধনা

    আরও পড়ুন

    আবুল কালাম আজাদ,জকিগঞ্জ:

    সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, আমি সংবর্ধনা চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই। আমার প্রকৃত সংবর্ধনা হবে সেইদিন, যেদিন আমার মৃত্যুর পর আমার জন্য আপনারা দু’ফোটা চোখের জল ফেলবেন।

    মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বৃহস্পতিবার জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তার সম্মানে প্রদত্ত গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    তিনি বলেন, কওমী সরকারির ভেদাবেদ আমার কাছে নেই। সীমিত বরাদ্ধ দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্টির পথে আমি হাটছি না, উন্নয়নের পথে হাটছি। আমি পর্যায়ক্রমে মানুষের বেশী দুর্যোগের বিষয়গুলোকে লাঘব করার চেষ্টা করবো। তেলি মাথায় তেল দেওয়া আমার স্বভাব নয়। আমি সংকট উত্তরণের চেষ্টা করছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি, গতকালকেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলাপ করেছি জকিগঞ্জ ও কানাইঘাটের স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের ব্যাপারে। আমি সংসদ অধিবেশনে উপস্থিত হওয়ার আগে শেওলা-জকিগঞ্জ রোডের উন্নয়নের আবেদন করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে, আমার স্বপ্ন হলো শেওলা-জকিগঞ্জ রোডকে এলজিইডি থেকে নিয়ে এসে রোডস এন্ড হাইওয়ের অধিনে এনে এই রোডকে প্রসস্থ ও উন্নতমানের রাস্তায় পরিনত করা। বাড়ি বাড়ি থেকে শুরু করে মহল্লা মহল্লায় উন্নয়ন করার আমাদের মনমানসিকতা আছে। এ ক্ষেত্রে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। উন্নয়ন শুধু একজন চাইলে হবে না। সরকার দিলেও হবে না। দূর্ণীতি আমাদের গ্রাস করে ফেরছে। সরকার থেকে উন্নয়ন আমাদের নিকট আসতে আসছে ছোট হয়ে যায়।

    তিনি আরও বলেন, আমি থানা প্রসাশনের কোনো বিষয়ে হস্তক্ষেপ করি না, আমার লজ্জা লাগে। কে মামলা দিবেন, কে দিবেন না, কার মামলা রাখবেন কার রাখবেন না- সেটা আমার দেখার বিষয় না। কিন্তু কোনো ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বানানো হলে এবং কোনো মানুষ মজলুম ও বঞ্চিত হলে আমি তাদের পাশে রয়েছি।

    শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, ছেলেমেয়েদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। যারা জন্মের পরে মা বাবাকে মানতে শিখে না, আদব শিক্ষা পায়না, তরবিয়ত পায় না, যাদের মধ্যে মানবতাবোধ জেগে উঠে না। এই পশুত্ববাদকে দূর করার জন্য শিক্ষার প্রয়োজন। এক্ষেত্রে আমি হোক স্কুল, মাদ্রাসা কিংবা কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একেকটি আলোকবর্তিকা মনে করি।

    ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুস শহীদ ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ময়নুল হকের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যার লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সভাপতি সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোশতাক আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক।

    ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সভাপতি আজির উদ্দীন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আকরাম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, খলাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আব্দুস সত্তার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও কবি এমএ ফাত্তাহ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বিশিষ্ট মুরুব্বী মহরম আলী, মাসুক আহমদ, ডা. তাজ উদ্দীন, মাস্টার আব্দুর রব, মাস্টার মাসুক আহমদ, ইউপি সদস্য বুরহান উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে মানপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর