Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গাজীপুরে নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টায় ৪ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার আওতাধীন ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকায় নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই চার দুর্ধর্ষ ডাকাতকে...
Homeজাতীয়পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস - ২০২৫ উদযাপন

পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস – ২০২৫ উদযাপন

এম এ নকিব নাছরুল্লাহ্পি, রোজপুর প্রতিনিধি :

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুরের আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৫ অক্টোবর)সকাল দশটায় পিরোজপুর জেলা সার্কিট হাউস এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল কবির এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার,
সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বক্তারা বক্তব্যে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সাথে ভালো ব্যবহার ও তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করবো। পাশাপাশি আমরা এই অঙ্গীকার করি কম হলেও পাঁচ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেনো স্বাবলম্বী করতে পারি এবং আগামী বছর এই দিনে তাদেরকে আমরা স্বাবলম্বী হিসেবে দেখতে পাই।

আলোচনা অনুষ্ঠান শেষে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক।

এই বাংলা/এমএস

টপিক