24.3 C
Dhaka
Friday, October 3, 2025

সদরপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

জাকির হুসাইন ফরিদী,  সদরপুর ফরিদপুর :

গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববদ্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদরপুর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সদরপুর উপজেলায় কর্মরত সবগুলো প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।

শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মানববদ্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সঞ্চালনা করেন সাংবাদিক শেখ সোবাহান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিবিসি টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল, সদরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক প্রলয় দৈনিক এই বাংলা প্রতিনিধি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, তথ্য সম্পাদক মো: মামুনুর রশীদ, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শিমুল তালুকদার এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব হোসাইন, সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন, সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার মিয়া ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক প্রভাত কুমার সাহা এবং সাইদুর রহমান লাভলু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কবির হোসাইন, দৈনিক সবুজ বাংলা সদরপুর প্রতিনিধি ওয়াজেদ আলী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংহতি সম্পাদক আশিষ পোদ্দার বিমান, এসএ টিভি জেলা প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, মাইটিভি জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, নাগরিক টিভি জেলা প্রতিনিধি এম আজিজুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন, সিনিয়র সাংবাদিক আবু বকর তালুকদার, হুমায়ন করিব ও এম এম শাহজাহান বাকি মিয়া, জেটিভি সদরপুর প্রতিনিধি মো: রোকনুজ্জামান, আনন্দ টিভি সদরপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হসাইন, দৈনিক সরজমিন সদরপুর প্রতিনিধি মো: মিজানুর রহমান, সাংবাদিক রাণা অর্নব, দৈনিক প্রথম কথার রায়হান মিয়া, বাংলাদেশ বার্তার সুমন সাহা, ইদ্রিস আলী জমাদার, দৈনিক কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা নিহত সাংবাদিক আছাদুজ্জামান হত্যার দ্রুত বিচার, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, সারাদেশের কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ও ভবিষ্যৎ সরকারের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর