25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জুলাই ঐক্যের উদ্যোগে চট্টগ্রামে শহিদদের স্মরণে মধ্যাহ্নভোজন ও উপহার প্রদান

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শহিদ পরিবারের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজন ও উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জুলাই ঐক্য চট্টগ্রাম-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শহিদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। তাদেরকে স্মৃতিস্বরূপ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক।

তিনি বলেন—”শহিদদের আত্মত্যাগ আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষার উৎস। তাদের রক্তের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এই আয়োজন তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার একটি প্রয়াস, যা আমাদের নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন—”জুলাই অভ্যুত্থান প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এদেশের মানুষের রক্তে আছে। শহিদদের ত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় ও ন্যায়বিচারের জন্য লড়াই কখনো থেমে যায় না।”

জুলাই ঐক্য চট্টগ্রামের সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন—”আমরা জুলাই ঐক্য বিশ্বাস করি, শহিদদের স্মৃতি কেবল শ্রদ্ধায় সীমাবদ্ধ নয়, বরং তাদের আদর্শে পথ চলা আমাদের দায়িত্ব। আজকের এই অনুষ্ঠান সেই অঙ্গীকারেরই একটি অংশ।”

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত, শহিদ পরিবারের সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজন পরিবেশন করা হয় এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর