মোঃ সুমন মিয়া (বকশীগঞ্জ)
বকশীগঞ্জে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারির আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হবে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের রোপণ ও বিপণন সম্প্রতি সরকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন নার্সারি থেকে এসব গাছের চারা সংগ্রহ করে ধ্বংসের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
এসময় জানানো হয়, যেসব ব্যক্তি বা বেসরকারি নার্সারি মালিক এই সিদ্ধান্তে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ আন্নিষা পারভিন,সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন নার্সারির মালিকরা।এসময় ইউএনও ও কৃষি কর্মকর্তা আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের পরিবেশগত ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পরে আনুষ্ঠানিক ভাবে চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।