25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

চলতি বছরে এবার একসঙ্গে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করছেন বাবা-মেয়ে। নাটোরের লালপুর উপজেলায় এসএসসি পাসের পর এবার বাবা ও মেয়ে একসঙ্গে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা। বাবা আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ২৫ বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন নাটোরের লালপুরের ৪০ বছর বয়সী আব্দুল হান্নান। কিন্তু পাস করতে পারেননি। তারপরও হাল ছাড়েননি আব্দুল হান্নান। মনের ভেতর সুপ্ত বাসনা ছিল উচ্চ শিক্ষা লাভের। ২০২৩ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে রুইগাড়ি হাইস্কুল থেকে পাস করেন। সেসময় সবার প্রশংসা পান বাবা আব্দুল হান্নান এবং মেয়ে হালিমা খাতুন। তাই এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। তার মেয়ে হালিমা খাতুনও আলাদা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

বাবার সঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুভূতি সম্পর্কে হালিমা খাতুন জানান, এটাতো খুশির খবর। সবাই বিষয়টাকে পজিটিভ ভাবে দেখছেন এটাই আনন্দের। সবার কাছে দোয়া চান তিনি।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরবর্তীতে আর লেখাপড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। সেসময় তিনি বাবার কাছ থেকে পাওয়া চায়ের দোকান চালাতেন। চা বিক্রি করে লেখাপড়া কঠিন হয়, তাই চায়ের দোকান ভাড়া দিয়ে তিনি এখন নিজের জমিজমা দেখাশোনা ও কৃষিকাজ করছেন। পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। সংসার জীবনে তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলে রয়েছে।

দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। প্রথমে তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হন এবং তার মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হান্নান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

এই বয়সেও পড়াশোনা কেন? এমন প্রশ্নের জবাবে আব্দুল হান্নান বলেন, এসএসসি পাস করার ইচ্ছা দিনে দিনে প্রবল হতে থাকে। এজন্য ২০২১ সালে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হই এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হই। আব্দুল হান্নানের ইচ্ছা শুধু এইচএসসি নয়, তিনি মাস্টার্স ডিগ্রিও অর্জন করবেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তিনি বাবা ও মেয়ের একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শুনেছেন। শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়, আব্দুল হান্নান তার উদাহরণ। তাদের উচ্চ শিক্ষা অর্জনে প্রয়োজনে উপজেলা পরিষদ থেকে সহায়তা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর