26 C
Dhaka
Thursday, October 2, 2025

পাঠাগার দখল করে বিএনপি কার্যালয় 

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ:::

বরগুনার বেতাগীতে সরকারি খাস জমিতে থাকা একটি ঘর দখল করে বিএনপি’র কার্যালয় করেছেন ৬নং কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন। জানা যায়, উপজেলার আয়লা চান্দখালী বাজারের জেএল ৬৯নং মৌজায় দুই শতাংশ জমিতে দীর্ঘ বছর ধরে একটি ঘর দখল করে বিএনপি’র অফিস করেছেন।

৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ নেতারা ব্যবহার করে এবং আশপাশের দোকান থেকে মাসে ভাড়া আদায় করে নিতো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তীতে এই ঘর সাধারণ শিক্ষার্থীরা জুলাই স্মৃতি খেলাঘর ও পাঠাগার হিসেবে ব্যবহার করা শুরু করে। শিক্ষার্থীদের এমন উদ্যোগেকে সাধুবাদ জানিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও বর্তমান সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার সংস্করণের জন্য সহযোগিতা করে।

সম্প্রতি এই ঘরটি দখলে নিয়ে নেয় ইউনিয়ন বিএনপি ও যুবদল, ছাত্রদল। মুহূর্তেই খেলাঘর ও পাঠাগারের ব্যানারের জায়গায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের ব্যানার টানানো দেখে হতবাক হয় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের পাশে ছোট ছোট কয়েকটি দোকান থেকে মাসে ভাড়া আদায় করছেন বিএনপি নেতারা। তবে সরকারি জমি, সরকারি ঘরের ভাড়া তাদের কেন দেয়া হয় এমন প্রশ্নের জবাবে তারা বলেন, না দিয়ে উপায় আছে? কোনো দিন আবার তারা দোকান বন্ধ করে দেয়।

আবির নামে এক শিক্ষার্থী বলেন, এই ঘর ইউএনও ও এসিল্যান্ড স্যার আমাদের খেলাঘর ও পাঠাগার উদ্বোধন করে দেয়। এখন তারা জোরপূর্বক ঘরটি দখল করে বিএনপি’র অফিস করেছেন। আমরা এখানে বসতেও পারি না।
তবে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সুকুমার রায় সুব্রত মানবজমিনকে বলেন, অফিসের বিষয়ে আমি কিছু জানি
না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, এই ঘর শিক্ষার্থীদের জন্য পাঠাগার ও খেলাঘর করার জন্য দেয়া হয়েছিল। এখন জানতে পারলাম কোনো একটি দল এটা দখল করে অফিস করেছেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, আমি এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর