Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeজীবন ধারাযশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অপরাজিতা মিটআপ অনুষ্ঠিত

যশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অপরাজিতা মিটআপ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি :


যশোরে নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘অপরাজিতা’-এর বার্ষিক মিলনমেলা ‘মিটআপ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন গ্রুপের ১০৮ জন সদস্য। এবারের মূল প্রতিপাদ্য ছিল— “আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা অপরাজিতা।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০২৩ সালে মাত্র ২০ জন উদ্যোক্তাকে নিয়ে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি বর্তমানে নারী উদ্যোক্তা বিকাশের একটি জনপ্রিয় নেটওয়ার্কে পরিণত হয়েছে। মিটআপে গ্রুপের পাঁচজন প্রশাসক (অ্যাডমিন) উপস্থিত ছিলেন— সোহেলি পারভীন (সোহেলিস কিচেন), সাজিয়া আফরিন টুম্পা (সাজিয়া এক্সক্লুসিভ কেক), সৈয়দা শারমিন সুলতানা (বেকিং অ্যান্ড মোর), মাহবুবা সুলতানা তিন্নি (তিন্নির রান্নাঘর-ভর্তাবাড়ি) এবং ফারজানা ইয়াসমিন মিরা (বেকিং হাউস যশোর)।

গ্রুপ অ্যাডমিন সোহেলি পারভীন বলেন,

“সংসারের কাজের পাশাপাশি আমরা ঘরে বসেই নিজের হাতে তৈরি খাবার বিক্রি করছি। এর মাধ্যমে নারীরা সংসারে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পেরেছেন। আজকের এই মিলনমেলায় আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি।”

অ্যাডমিন মাহবুবা সুলতানা তিন্নি জানান,

“দুই বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। বর্তমানে আমাদের গ্রুপের উদ্যোক্তারা প্রতি মাসে গড়ে ২৫০০ এর বেশি অর্ডার ডেলিভারি দেন। আমরা বাসায় তৈরি মানসম্মত কেক, পিঠা, দুপুরের খাবার ও নাস্তা বিক্রি করি। এই মিলনমেলার লক্ষ্য হলো একে অপরের অভিজ্ঞতা ভাগাভাগি করে সম্পর্ক আরও গভীর করা।”

তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,

“অর্থ দিয়ে না পারলেও আমি আপনাদের পাশে থাকব। আজ থেকেই নিজের কাজ শুরু করুন— যে কাজে ভালো পারেন, সেটাকেই মূল শক্তি বানান। সফলতা আসবেই ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি ৭৮ প্রকার খাবার— পিঠা, কেক, রোল, প্যাটিসসহ নানা পদ প্রদর্শন করেন। এ সময় তারা পরস্পরের রেসিপি বিনিময় ও স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে সেরা বিক্রেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মিটআপ নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে সাবলম্বী হতে।

এই বাংলা/এমএস

টপিক