25 C
Dhaka
Thursday, October 2, 2025

জট খুলেছে ‘অভিশ্রুতি’ বিতর্কের

ডিএনএ পরীক্ষায় মা বাবার সাথে মিল

আরও পড়ুন

নিজস্ব  প্রতিবেদক :::

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম ও মা বিউটি খাতুনের ডিএনএ নমুনার সঙ্গে তার ডিএনএ মিলেছে। ফলে বাবা শাবলুল আলম সবুজের দাবিই সত্য প্রমাণ হলো। 

অভিশ্রুতি শাস্ত্রী নাকি বৃষ্টি খাতুন—কী হবে তার পরিচয়। তৈরি হয়েছিল ধোঁয়াশা। এই বিতর্কে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে ছিলেন রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত তরুণীর মরদেহ। অবশেষে এনআইডির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিতর্কের অবসান হয়েছে, বলাই যায়। কারণ, ওই ফিঙ্গারপ্রিন্টে তার নাম এসেছে বৃষ্টি খাতুন।বৃষ্টি খাতুন ঢাকায় এসে নিজের নাম বদলে ফেলেন বলে দাবি তার সহকর্মীদের।  হয়ে যান অভিশ্রুতি শাস্ত্রী। কর্মক্ষেত্রেও এই নামেই তাকে চিনতেন সবাই।

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে আগুনে এই সাংবাদিক নিহত হওয়ার পর তার পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। খবর পেয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে বাবা সবুজ শেখ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শনাক্ত করেন মেয়ের লাশ। কিন্তু বৃষ্টি নাকি অভিশ্রুতি শাস্ত্রী এ নিয়ে জটিলতা হওয়ায় সন্তানের লাশ দেওয়া হয়নি বাবাকে। লাশ রাখা হয় মর্গে। পরিচয় নিশ্চিত হতে সবুজ ও তার স্ত্রীর ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ। নিহত তরুণীরও ডিএনএ নমুনা নেওয়া হয়।

পরীক্ষা শেষে রোববার রাতে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম  বলেন, বাবা-মায়ের সঙ্গে ওই বৃষ্টির ডিএনএ মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর