25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

উইজডম একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠান উইজডম একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা জিরো গ্রাউন্ড ফিল্ডে এ বিতরণী অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক ও মাসিক ভিন্নমাত্রা পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ।

এতে অতিথি ছিলেন “দি ফাইনান্স টুডে” পত্রিকার সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু ও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল।

এসময় সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলার ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে ঢাকা মহানগর উত্তরের প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে এক গৌরবময় কৃতিত্বের স্বাক্ষর রাখেন উইজডম একাডেমি।

মাসুম বিল্লাহ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা মানসিক বিকাশের জন্য একান্ত প্রয়োজন।

অনুষ্ঠান সমাপনীর আগে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ খানের নিকট সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা।

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর