ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন (৬০) এর নাম পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে এক দোকানে কয়েকজন চা পান করছিলেন। হঠাৎ বরিশালগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে গিয়ে পড়ে এবং পাশের খাদে উল্টে যায়। এতে দোকানে থাকা কয়েকজন আহত হন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক
