পিরোজপুর প্রতিনিধি :
তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ ও ভবিষ্যতের আশা— এই মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, “যে সমাজ তরুণদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, সেই সমাজই প্রকৃত অর্থে অগ্রসর হতে পারে। দেশের স্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন তরুণদের উপযোগী কর্মসংস্থান ও ইতিবাচক নেতৃত্ব।”
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা ৩নং বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, “দুঃখজনকভাবে অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা তরুণদের সম্ভাবনাকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থানের সুযোগ না দিয়ে তাদের হতাশা ও বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়— অন্যায়, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে তরুণরাই সবসময় সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা সচেতনভাবে নেতৃত্ব নির্বাচন করছে। আমি বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে তারাও দেশের ভবিষ্যৎ ও নিজেদের ভাগ্যের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে।”
মাসুদ সাঈদী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও চরিত্র গঠনে বাস্তব পদক্ষেপ নেবো। আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয় নয় — বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও স্বচ্ছ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে তরুণরাই উন্নয়নের মূল চালিকা শক্তি হবে।”
সভায় সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়নের আমীর মোঃ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শোয়াইব শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জিয়ানগর উপজেলার সাবেক আমীর হাবিবুর রহমান, উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান ও উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম।
এই বাংলা/এমএস
টপিক
