25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বেগমগঞ্জ থেকে ২১ নাশকতাকারী আটক

আরও পড়ুন

নোয়াখালী প্রতিনিধি :::

বিএনপির ডাকা হরতালে নাশকতার প্রস্তুতিকালে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ২১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় বেশকিছু  নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন  র‍্যাব  ১১। 

র‍্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, এরআগে রোববার ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, রাজধানীর যাত্রাবাড়ী থেকে থানা আহ্বায়ক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিটু এবং খুলনার রূপসা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সর্বমোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। ২৮ অক্টোবর থেকে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৫২২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর