25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

চসিকে সচিব লেগেছেন প্রধান নির্বাহীর পেছনে

আরও পড়ুন

নাদিরা শিমু :::

চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ম না মেনে প্রমোশন দেয়ার বিষয়ে সচিব খালেদ মাহমুদকে কারণ দর্শানো নোটিশ দেবার পর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল আলমের পেছনে একাট্টা কর্পোরেশনের দূর্নীতিবাজ কর্মকর্তারা। তৌহিদুল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর অভিযোগ জমা দেয়া হয়েছে ; এমন তথ্য পাঠানো হয়েছে গণমাধ্যমকর্মীদের কাছে। অভিযোগকারী হিসেবে জনৈক প্রকৌশলী হারুনুর রশিদের নাম দেয়া হয়েছে সেই চিঠিতে। 

সুত্রমতে, অভিযোগের এই গায়েবি চিঠি তৈরি করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলমকে শায়েস্তা করতে। কারণকোন বোর্ড মিটিং ছাড়া এক প্রকৌশলীকে পদোন্নতি দেবার পর সচিব খালেদ মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল আলম। অবসরে যাওয়ার একদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক প্রকৌশলীকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়। বোর্ড কমিটির সিদ্ধান্ত ছাড়াই এমন পদোন্নতি দেওয়ার এ ঘটনায় চসিকের সচিব খালেদ মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিলো গত মঙ্গলবার (৭ নভেম্বর)।  একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চসিকের দুই অফিস সহকারীকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ সচিব খালেদ মাহমুদ বেনামি অভিযোগ দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। গণমাধ্যমকর্মীদের কাছে চিঠিতে পাঠানো একটি চিঠিতে তৌহিদুল আলমের বিরুদ্ধে অযাচিত অভিযোগ উত্থাপন করেছেন জনৈক প্রকৌশলী হারুনুর রশিদ। তবে অভিযোগকারী হারুনুর রশিদ নামের কোন প্রকৌশলীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি চট্টগ্রাম সিটি করপোরেশনে। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বর্তমানে ফিনল্যান্ড সফরে রয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের অনুউপস্থিতিতে কর্পোরেশনের দাপ্তরিক কাজে অনিয়মের পাহাড় তৈরি করেছেন সচিব খালেদ মাহমুদ। 

বিভিন্ন অনিয়মের কারণে বার বার বদলি হবার পরেও কোন এক অজানা কারণে আবারো স্বপদে বহাল থেকে নতুন অনিয়মে জড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আলোচিত সচিব খালেদ মাহমুদ। বোর্ড মিটিং ছাড়া পদোন্নতি দেবার ঘটনাও নতুন কিছু নয়। এর আগে দুই বার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলির আদেশ দেয়া হলেও উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিবারই তিনি বদলির আদেশ প্রত্যাহার করিয়েছেন।

জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চসিক সচিব খালেদ মাহমুদকে বদলি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বছরজুড়ে দুর্নীতি অনিয়মের কারণে সমালোচনার শীর্ষে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শীর্ষ চারপদে পরিবর্তন আনতে চায় মন্ত্রণালয়। আড়াই হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার পর থেকে গোয়েন্দা সংস্থার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নজরদারি বাড়ানো হয়েছে চসিকের উপর। এরই প্রেক্ষিতে চসিকের সচিব খালেদ মাহমুদকে বদলির মধ্য দিয়ে দাপ্তরিক সংস্কারের কাজ শুরু করে মন্ত্রণালয়। তবে,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেক মাহমুদ নিজের চেয়ার ঠিক মতোই আঁকড়ে রাখতে পেরেছেন। যদিও চসিকের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খালেদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। গত বছরের জানুয়ারিতে এ কর্মকর্তা সরকারী চাকরিবিধি লঙ্ঘন করে নিজের মেয়েকে (শায়লা শারমিন মুমু) চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত পূর্ব বাকলিয়া উচ্চ বালিকা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ দেন। এছাড়াও অভিযোগ রয়েছে নিজের আত্মীয় পরিজনদের মধ্যে প্রভাব খাটিয়ে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে চাকরি দিয়েছেন তিনি।

এমন গুরুতর অভিযোগ উঠার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর আগেও এক দফা বদলি করা হয়েছিলো তাকে, কিন্তু শেষ পর্যন্ত চসিকের শীর্ষকর্তাকে ম্যানেজ করেই টিকিয়ে রেখেছিলেন সচিবের চেয়ার।

জানা যায়,  গত ১৭ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্তমান সচিব খালেদ মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। একইসঙ্গে চসিকের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয় সরকারী আবাসন পরিদপ্তরের (গণপূর্ত) উপ-পরিচালক কাজী শহিদুল ইসলামকে। নিয়মানুযায়ী সরকারি এ দুই কর্মকর্তাই নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যোগদান করবেন নতুন কর্মস্থলে। মন্ত্রণালয়ের আদেশ অনুসারে চসিকের সচিব পদে যোগদান করেন কাজী শহিদুল ইসলাম। সচিবের চেয়ারে তাকে বসতে দেয়া হয় নি। ফিরে যেতে হয়েছে অন্যত্র। কারণ ৭ আগস্ট বিকেলে কোন এক অদৃশ্য কারণে চসিকের বর্তমান সচিব খালেদ মাহমুদের বদলির আদেশ বাতিল করে মন্ত্রণালয়। এভাবে সিটি কর্পোরেশনেই দুই সচিবের নজির স্থাপন করেছেন খালেদ মাহমুদ।

গায়ের জোরেই পদ বাঁচিয়ে পুরোনো অনিয়ম দূর্নীতির পথেই হেঁটেছেন সচিব খালেদ মাহমুদ।একই কর্মকর্তার  বিরুদ্ধে বিভিন্ন সময় গুরুতর অভিযোগ উঠার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে  পদোন্নতি নিয়ে অনিয়ম করার পরপরই চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা  কারণ দর্শানোর নোটিশ দেন তাকে। চসিক সচিবের দাবি— সিটি মেয়রের অনুমোদনেই এ প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বানোয়াট উড়ো অভিযোগে প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলমের সাথে জামাত শিবিরের ঠিকাদারদের সাথে সংশ্লিষ্টতার কথা তুলে ধরা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার শেখ তৌহিদুল আলমের গ্রামের বাড়ি ফটিকছড়িতে খবর নিয়ে জানা যায় তিনি স্কুল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সমসাময়িকরা তৌহিদুল আলমের রাজনৈতিক আদর্শ সম্পর্কে নিশ্চিত করে বলেন, ‘সে তো স্কুল ছাত্রলীগের নেতা ছিলো। ‘

সুত্রমতে, কারণে দর্শানোর নোটিশ পেয়ে বেপরোয়া সচিব খালেদ মাহমুদ  উড়ো অভিযোগ জমা দেয়া শুরু করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরআগেও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল আলমকে শ্রমিক নেতাদের দিয়ে নাজেহাল করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিবের সক্রিয় নেতা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ। একসময়কার শিবির নিয়ন্ত্রিত এলাকা চট্টগ্রাম কলেজ-মহসিন কলেজের কাছাকাছি  এলাকায় নিজের ফ্লাট ক্রয় করেছেন। এছাড়া খালেদ মাহমুদের শিবিরের রাজনীতির সাথে সক্রিয় থাকার বিষয়টি বিভিন্ন সুত্র নিশ্চিত করেছেন। 

সুত্রমতে, সচিবের ব্যক্তিগত কম্পিউটারেই টাইপ করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলমের নামে  এই বেনামি অভিযোগ। এসময় বিদ্যুৎ বিভাগের আরেক প্রকৌশলী জাহিদ রুমে উপস্থিত ছিলেন বলে দাবি সুত্রটির। 

মেয়র রেজাউল করিম চৌধুরী ফিনল্যান্ড সফরে থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন বলেন, ‘ এমন অভিযোগের ব্যাপারে জানা নেই। ’

প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এমন ভুয়া অভিযোগ দাখিল করার বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও সচিব খালেদ মাহমুদ সাড়া দেন নি। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের দাবি,  জামাত শিবিরের নেতারাই চসিকে ঠিকাদারির ক্ষেত্রে সুবিধাভোগ করে আসছে এক যুগ ধরে। 

এইবাংলা /তুহিন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর