নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে দুইদিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
রবিবার বিকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রথমদিনে ভলিবল খেলায় অংশ নেয় লিপটন ভলিবল একাডেমি, পাঁচহাট বড়বাড়ি ভলিবল দল, মদন ভলিবল টিম এবং নেত্রকোণা ফায়ার সার্ভিস ভলিবল টিম। সোমবার ব্যাডমিন্টনে ৮টি দল অংশ নেবে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, “এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সৃজনশীল ও সুস্থ বিনোদনে উৎসাহিত করা।”
টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরাও। বিজয়ীদের জন্য থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি, রানার্স-আপ দলের জন্য ট্রফি এবং সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আশা করছেন, খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা আরও কার্যকরভাবে সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীল ও স্বাস্থ্যকর কার্যকলাপের প্রতি আগ্রহ তৈরি হবে।
এই বাংলা/এমএস
টপিক

