
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত “তাৎক্ষণিক অভিনয়” প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে সে। এই সাফল্যের মাধ্যমে নিরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
প্রতিযোগিতায় তার সাবলীল উপস্থাপন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অভিনয় দক্ষতায় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে নিরা। তার এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মোহসিনা মাহজাবিন নিরা কাঁঠালিয়া উপজেলার ৬৯ নম্বর পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন খলিফা নিউটন এবং ৪৩ নম্বর পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পীর দ্বিতীয় সন্তান।
শিক্ষক মা–বাবার অনুপ্রেরণা এবং পারিবারিক শিক্ষাবান্ধব পরিবেশ তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় পর্যায়েও নিরা তার প্রতিভার স্বাক্ষর রেখে কাঁঠালিয়াসহ ঝালকাঠি জেলার সুনাম আরও বৃদ্ধি করবে।
তার এই অর্জনে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
