মানিকগঞ্জ প্রতিনিধি :
গাইবান্ধা জেলায় বদলির আদেশ পাওয়ার পর অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলায় ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নবনিযুক্ত এসপিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ সারওয়ার আলম দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও পেশাদারিত্বে সমৃদ্ধ একজন কর্মকর্তা। তার নেতৃত্বে মানিকগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রা যোগ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব পালনকালে জেলার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস
টপিক
