Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeসারাদেশমানিকগঞ্জের নতুন পুলিশ সুপারকে দৌলতপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

মানিকগঞ্জের নতুন পুলিশ সুপারকে দৌলতপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

মানিকগঞ্জ প্রতিনিধি :

গাইবান্ধা জেলায় বদলির আদেশ পাওয়ার পর অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলায় ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নবনিযুক্ত এসপিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ সারওয়ার আলম দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও পেশাদারিত্বে সমৃদ্ধ একজন কর্মকর্তা। তার নেতৃত্বে মানিকগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রা যোগ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব পালনকালে জেলার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক