অনলাইন ডেস্ক :
ঢাকার নিকবর্তী নরসিংদীর ঘোড়াশাল এলাকায় আজ সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) পাঠানো এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজ্ঞপ্তিতে জানানো হয়— এই ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছে। রাজধানীসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ফাটল, ভবন দুলে ওঠা, দেয়াল ধস—এমন বিচ্ছিন্ন সংবাদ পাওয়া গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি ভিত্তিতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
প্রয়োজনে জনগণকে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা ফারুক-ই-আজম মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে— ক্ষয়ক্ষতির সঠিক চিত্র সংগ্রহ, প্রভাবিত এলাকাগুলোতে দ্রুত পর্যবেক্ষণ, জরুরি সহায়তা প্রস্তুত রাখা— এসব বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।
ক্ষয়ক্ষতির প্রতিবেদন দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় সরকারি সহায়তা কার্যক্রম শুরু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পের ঘটনায় কেউ যেন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে। জনসাধারণকেও অনুরোধ করা হয়েছে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করতে।
সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মাঠপর্যায়ের টিমগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এই বাংলা/এমএস
টপিক
