33 C
Dhaka
Sunday, May 19, 2024
More

    চমেকে বার্ন ইউনিট, জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

    আরও পড়ুন

    ::: নাদিরা শিমু :::

    চীনের অর্থায়নে ১৮০ কোটি টাকা ব্যয়ে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতাল কর্তৃপক্ষ। ১৫০ শয্যার প্রস্তাবিত এই ইউনিটে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি আইসিইউ, ২৫টি এইচডিইউ ও ২টি অপারেশন থিয়েটার থাকবে।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া এই বার্ন ইউনিটের জন্য প্রস্তাবিত স্থানে  থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।

    মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর চট্টেশ্বরী রোডের গোঁয়াছি বাগান এলাকায় এ অভিযান শুরু করা হয়েছে।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন।

    তিনি বলেন, “চট্টগ্রামের জন্য বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটিতে অবৈধ স্থাপনা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

    চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, “গত ১ ফেব্রুয়ারি স্থাপনা সরাতে স্টাফদের নোটিশ প্রদান করা হয়। কারণ চীনের প্রতিনিধি দল দ্রুত কাজ শুরু করতে চায় কিন্তু তারা নিজে থেকে সরে না যাওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।”

    প্রসঙ্গত, চমেক হাসপাতালের পেছনে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ করা হবে বার্ন ইউনিট।চীনা প্রতিনিধি দল এ মাসের শুরুতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তারা ভবনের নকশার পরিমাপ এবং অন্যান্য দিকগুলো খতিয়ে দেখেন।বার্ন ইউনিটের আইসিইউ ২০ শয্যাবিশিষ্ট হবে, ৫টি থাকবে শিশুদের জন্য। এছাড়া ২৫টি এইচডিইউ শয্যাসহ মোট ১৫০ শয্যার হবে বার্ন ইউনিট।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর