নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী-০২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গণসংযোগকালে সাইফুল্লাহ রুবেল জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণ, নাগরিক সুবিধা উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ খোকন, এস কে মালেক, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
