নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর চারটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে ক্রীড়া সামগ্রী এবং চার নারী ফুটবলারকে বাইসাইকেল প্রদান করেছে জেলা পরিষদ। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় সভাপতিত্ব করেন। এ ছাড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন এবং ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা উপস্থিত ছিলেন।
ক্রিকেট সামগ্রী দেওয়া হয়— নীলফামারী ক্রিকেট একাডেমি, নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি, ইলেভেন স্টার ক্রিকেট একাডেমি, অরুণ উদয় ক্রিকেট একাডেমি।
এ ছাড়া আব্দুল ওয়াহাব ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং একটি সংগঠনকে সাংস্কৃতিক উপকরণও বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
