
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় রবিবার (৪ জানুয়ারি) এশার নামাজের সময় আবুল হোসেন তালুকদার (৬৫) নামের এক মুসল্লি সেজদায় বসে আকস্মিক মৃত্যু বরণ করেছেন।
নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার জন্য কুমারখালি বাজারে যান। পরে এশার নামাজের জন্য রাত সাড়ে ৮টার দিকে কুমারখালি বাজার মসজিদে পৌঁছান। নামাজের সময় সেজদায় অবস্থানকালে হঠাৎ তিনি নিথর হয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা কাছে গিয়ে দেখেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন।
স্থানীয়রা জানান, আবুল হোসেন তালুকদার ছিলেন সৎ, শান্ত স্বভাবের এবং অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকার একজন ভদ্র ও পরিশ্রমী কৃষক হিসেবে সুপরিচিত ছিলেন।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।”
নিহতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লি ও স্বজনরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছেন এবং অনেকেই এটিকে একজন ধর্মপ্রাণ মানুষের মর্যাদাপূর্ণ শেষ পরিণতি হিসেবে দেখছেন।
এই বাংলা/এমএস
টপিক
