Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeধর্মঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘ওয়ানগালা’ উৎসবের বর্ণিল সূচনা

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘ওয়ানগালা’ উৎসবের বর্ণিল সূচনা

বিশেষ প্রতিনিধি :


শেরপুরের সীমান্তঘেঁষা ঝিনাইগাতীর পাহাড়ি জনপদে গারো সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য, কৃতজ্ঞতা ও নতুন ফসলের আনন্দকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ওয়ানগালা’ উৎসব। বৃহস্পতিবার সকাল ১১টায় গারো জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ধানশাইল খ্রিস্টীয় ব্যান্ড সোসাইটির বিশপ প্যাট্রিক ডি. রোজারিও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গারো নেতৃবৃন্দ, বিভিন্ন খ্রিস্টীয় সংগঠনের প্রতিনিধিসহ দূর-দূরান্ত থেকে আগত গারো জনগোষ্ঠীর নারী–পুরুষ। রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ঢাক–নগাড়ার তালে নৃত্য, অতিথি বরণ ও প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো উৎসবস্থল।

উদ্বোধনী বক্তৃতায় বিশপ প্যাট্রিক ডি. রোজারিও বলেন, “ওয়ানগালা কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি জীবনের প্রতি কৃতজ্ঞতার উৎসব। আমাদের ঐতিহ্যই আমাদের পরিচয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ধরে রাখা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, গারো জনগোষ্ঠী যুগ যুগ ধরে প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধন রেখে জীবনযাপন করে আসছে, আর ওয়ানগালা সেই সম্পর্কেরই উজ্জ্বল উদযাপন।

তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী নৃত্য-গান, দাঁরু ড্রামের তালে নাচ, ধান তোলার প্রতীকী আচার, ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংস্কৃতি বিষয়ক আলোচনা, গারো তরুণদের বিশেষ পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সামাজিক মিলনমেলা। উৎসব ঘিরে গারো জনগোষ্ঠীর ঘরে ঘরে চলছে বিশেষ রান্না, রঙিন সাজসজ্জা ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি।

গারোদের জন্য ওয়ানগালা শুধু ফসল উৎসব নয়—এটি তাদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, সামাজিক বন্ধন ও আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলা। আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, অনেক প্রবাসীও দেশে ফিরেছেন অংশ নিতে। স্থানীয় বাজারগুলোতেও জমে উঠেছে বেচাকেনা।

ঝিনাইগাতী খ্রিস্টীয় স্যমিন এন্ড সোসাইটি উৎসব আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের ভাষ্য, “ওয়ানগালা আমাদের সংস্কৃতির প্রাণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উৎসবের ইতিহাস ও গুরুত্ব পৌঁছে দিতে আমরা প্রতিবছর আরও বড় আয়োজনের চেষ্টা করছি।”

এই বাংলা/এমএস

টপিক