ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নেছারাবাদে ২২ নভেম্বর মাহফিলের আড়ালে অনুষ্ঠিত রাজনৈতিক সমাবেশে সাংবাদিক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আককাস সিকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোতালেব হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক এস. এম. রেজাউল করিম, দুলাল সাহা, নাসির উদ্দিন কবীর, মাইনুল হক লিপু, ইসমাঈল মুসাফির, দিবস তালুকদার, নজরুল ইসলাম, মনির হোসেন, আরিফুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা বা লাঞ্ছনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাতের শামিল। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এই বাংলা/এমএস
টপিক
