চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহকালে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে। হামলার বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলেন। তখন হঠাৎ সমর্থকরা তাকে লক্ষ্য করে আঘাত করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিলেও হামলাকারীরা থামেনি এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালায়।
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, “সাংবাদিকদের উপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্ট প্রার্থীর সংবাদ বর্জনের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এই বাংলা/এমএস
টপিক
