চট্টগ্রাম প্রতিনিধি :
তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া সরকারি কলেজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ২–০ গোলে পরাজিত করে বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ডঃ জিয়াউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এবং শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস. এম. গিয়াস উদ্দিন বাবর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের দেশে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সীমিত হওয়ায় অনেক প্রতিভাবান খেলোয়াড় সময়ের সঙ্গে হারিয়ে যান। এ বাস্তবতা বদলাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও উদ্যোগ।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, “ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে নিতে খেলোয়াড়দের নিয়মিত দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ে মনোযোগী হতে হবে। রাঙ্গুনিয়া সরকারি কলেজের এই অর্জন বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাফল্যের পথ খুলে দেবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনিসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুন্দর ও সফল আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান অতিথিরা। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি।
এই বাংলা/এমএস
টপিক
