Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeসারাদেশকুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজন এবং এলডিডিপির সহযোগিতায় নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. আব্দুর রহিম।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এ এন এম আলম, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এলএসপি ফখরুল আমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আদনান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, এবারের প্রদর্শনীতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে।

এই বাংলা/এমএস

টপিক